রাজশাহী ব্যুরো : নওগাঁর নিয়ামাতপুরে শয়নকক্ষে রোপেলা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ধর্ষন করে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়ে পুলিশ। রোববার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার পানিশাইল দিঘীর পাড়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।
নিয়ামাতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর স্বামী চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। আর গৃহবধূ এবং তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে ছেলে মেয়ের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রোপেলা।
এরপর সকালে মায়ে উঠতে দেরি হলে মেয়ে মাকে ডাকতে যায়। এসময় গৃহবধূ রোপেলাকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
Leave a Reply