চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
টানা কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে চলছে শীতের দাপট। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের সাধারন মানুষ। বিশেষ করে সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলসহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছেন। তাঁদের শীত নিবারনের জন্য উদ্যোগ নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নজরুল ইসলাম।
একটি পৌরসভাসহ ১৫টি ইউনিয়নে ২৫ হাজার কম্বল ভাগ করে বিতরণ করছেন তিনি। এতে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে ওইসব এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার শাহবাজপুর ইউনিয়নের আড়াই হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। সৈয়দ নজরুল ইসলাম বলেন,প্রতি বছর ব্যক্তি উদ্যোগে তিনি শতি বস্ত্র বিতরণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারও ২৫ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে।
একাজে তাঁকে সহযোগিতা করছেন স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply