লালসবুজের কণ্ঠ স্পোর্ট ডেস্ক:
চেস্টার লি স্ট্রিটের রিভার সাইড গ্রাউন্ডে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এ ম্যাচ যে দল জিতবে তারা তৃতীয় নিশ্চিত করবে সেমিফাইনাল। আট ম্যাচ শেষে স্বাগতিকদের সংগ্রহ ১০ পয়েন্ট ও কিউইদের সংগ্রহ ১১ পয়েন্ট।
একাদশ অপরিবর্তিত রেখেছে ইংলিশ শিবির। অপরদিকে, দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মতো দলে এসেছেন টিম সাউদি। ইনজুরির কারণে ছিটকে গেছেন লকি ফার্গুসন। আর ইশ সোধির জায়গায় ফিরেছেন ম্যাট হেনরি।
বিশ্বকাপে সবশেষ পাঁচবারের মুখোমুখিতে ইংলিশদের হারিয়েছে নিউজিল্যান্ড। তবে এসব নিয়ে কোন চিন্তা নেই ইংলিশদের। লিগ পদ্ধতিতে এটাই উভয় দলের শেষ ম্যাচ।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ওয়েন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জোফরা আর্চার ও মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশা, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস।
Leave a Reply