নাটোর প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত করন , কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট পালন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর বাসভবন থেকে এক শোক র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভা বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ।
সাবেক জেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী যুবলীগ, পৌর যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হতদরিদ্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ,রক্ত দান কর্মসূচি পালন করা হয়।
সকল শহিদদের প্রতি এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত পালন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কালেক্টর ভবনের সামনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা নেতৃত্বে। পরে জেলা প্রশাসন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় নাটোর নওগাঁ আসনে সংরক্ষিত মহিলা এমপি রত্না আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন নীরবতা পালন বঙ্গবন্ধু ও পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী।
রাশেদুল/এআর
Leave a Reply