নাটোর সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় টাই ব্রেকারে ১-০ গোলে দুড়দুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় লালপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলার প্রখম ও দ্বিতীয় অর্ধে সময় আতিবাহিত হলেও কোন দল গোলের দেখা পায়না। পরে ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। উভয় দল ৬টি করে গোল সট করলে জালে প্রবেশ করাতে পারেনা। লালপুর লালপুর ইউনিয়ন পরিষদ গোলরক্ষক শেষ বলে সট করে জালে জড়ালে জয়ের মুখ দেখতে পায়।
ফাইনাল খেলায় ম্যাচ সেরা হয়েছেন লালপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের গোলরক্ষক আনার। শনিবার বিকেল চারটায় লালপুর শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নাটোর -১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার উম্মুল বানিন দ্যুতি, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ প্রমুখ।
Leave a Reply