নাটোর প্রতিনিধি
নাটোর শহরতলীর দত্তপাড়া এলাকার গাজীর বিলে মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামের আরাজ আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান, ভোর সোয়া পাঁচটার দিকে বনপাড়া থেকে নাটোরের দিকে নছিমন চালিয়ে আসছিল আব্দুর রহমান। দত্তপাড়ার গাজির বিল এলাকায় এলে রাজশাহী গামী একটি পিকাপ ভ্যান নছিমনটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক আব্দুর রহমান ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply