নাটোর সংবাদদাতা: নাটোরে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার রুয়েরভাগ এলাকার থেকে তাদেরকে আটক করা হয়।
নাটোর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পুলিশ রুয়েরভাগ কাটাখালী এলাকার একটি আম বাগানে অভিযান পরিচালনা করে।
এসময় সেখান থেকে মহির উদ্দিন, গোলাপ, আরিফ, মামুন ও বাবু নামে ৫ জুয়ারিকে আটক করা হয়। জব্দ করা হয় জুয়ার উপকরণ ও নগদ টাকা।
অস্থায়ী মাদুর বিছিয়ে ওই আম বাগানে নিয়মিত জুয়ার আসর চলতো বলে জানায় পুলিশ।
Leave a Reply