ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় একজন মোটর সাইকেল চালক নিহত ও অন্যজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যাক্তি নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মিরকা ডাঙ্গা গ্রামের সাইরুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন(১৭)। নাচোল থানার ওসি তদন্ত আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুর ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর সড়কের খৈলসী বাজার নামক স্থানে ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৭৯০৬ ) এর সাথে মোটর সাইকেলের মুখোমূখী সংঘর্ষ হলে শাহাদাত নামের এক ব্যাক্তি ঘটনাস্থলে মারা যায়। এসময় মোটর সাইকেলে থাকা আরোহী গোমস্তাপুরের চৌডালা গ্রামের মোন্তাজ হোসেনের ছেলে মানজু (২৫) গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী ঘাতক ট্রাক ও চালককে আটক করেছেন।
Leave a Reply