নাচোল,প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউপির মির্জাপুরে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মিত আধা কিলোমিটার হিয়ারিং রাস্তার উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। মির্জাপুর থেকে পাইতালী পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার মধ্যে আধা কিলোমিটার কাঁচা রাস্তায় হিয়ারিং করে পশ্চিম মির্জাপুরের স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মান করেন।
শুক্রবার দুপুরে মির্জাপুর বাজার থেকে পাইতালীগামী দেড় কিলো মিটার কাঁচা রাস্তার মধ্যে আধা কিলোমিটার রাস্তা ইট হিয়ারি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মজিদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিআরডিবির চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় নেতা-কর্মীগণ।
Leave a Reply