নিজস্ব প্রতিবেদক,নাচোল:
সংবাদ মাধ্যমকে এড়িয়ে পালিত হলো ভিটামিন “এ” প্লাস কাম্পেইন। নতুন ইউএইচও আগামীতে জানানোর আশ্বাস
সরকার মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের তালিকায় স্থান পেতে এসডিজি অর্জনে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে শিশু মৃত্যুর হার কমানোর জন্য সারাদেশে আজ শনিবার একযোগে ভিটামিন “এ” ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন প্রচার মাধ্যমে গুরুত্বসহকারে প্রকাশ ও প্রচার করা হয়েছে ভিটামিন “এ” ক্যাম্পেইন’র কর্মসূচি। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সংবাদ মাধ্যমকে এড়িয়ে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ভিটামিন “এ” ক্যাম্পেইন এর কর্মসূচি উদ্বোধন করেছেন। শনিবারের শিশুদের ভিটামিন “এ” ক্যাপশুল খাওয়ানো কার্যক্রম সম্পর্কে নাচোলের সাংবাদিকদেরকে জানানোর প্রয়োজন অনুভব করেননি উপজেলা স্বাস্থ্য প্রশাসন। এবিষয়ে জানতে চাইলে নতুন যোগদানকৃত ইউএইচও ডাঃ সুলতানা পাপিয়া জানান, আগামীতে সকল সরকারী কর্মসূচি গণমাধ্য কর্মীদের অবহিত করে পালন করা হবে। জানাগেছে, ওই ক্যাম্পেইনটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে শিশুদের ক্যাপশুল খাওয়ান উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা,
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুলতানা পাপিয়া। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply