1. [email protected] : News room :
নাচোলের আলোচিত শামীমের মৃত্যু রহস্য তদন্তের আদেশ পেল পিবিআই - লালসবুজের কণ্ঠ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন

নাচোলের আলোচিত শামীমের মৃত্যু রহস্য তদন্তের আদেশ পেল পিবিআই

  • আপডেটের সময় : সোমবার, ৬ জুন, ২০২২

নাচোল প্রতিনিধি


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী শামীমের রহস্যজনক মৃত্যুর তদন্তের আদেশ পেল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।

চাঁপাইনবাবগঞ্জ জজকোর্টের আইনজীবী আব্দুর রহমান-২ জানান, গত ২৫মে সমাজসেবা কার্যালয়ে নাচোল মাস্টারপাড়ার শামসুদ্দিনের ছেলে ইউনিয়ন সমাজকর্মী শামীম হোসেন(২৯)’র গলাই রশি পেঁচিয়ে জানালার গ্রীলে ফাঁস দেওয়া অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। মৃত শামীমের লাশ উদ্ধারের সময় তার পা ফ্লোরে ছুঁয়ে হাটু ভাঁজ অবস্থায় ছিল। পুলিশ ময়নাতদন্তের পর ২৬মে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

তার স্বজনদের দাবী এটি পরিকল্পিত হত্যাকান্ড। এরই প্রেক্ষিতে গত ৩১ মে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্টে নিহতের পিতা বাদী হয়ে সমাজসেবা কর্মকর্তা আল গালিবসহ পাঁচজন ও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে হত্যা মসমলার আবেদন করে। আজ সোমবার বিজ্ঞ বিচারক মো. হুমায়ুন কবির ওই মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ প্রদান করেন।

জিলানী/স্মৃতি

10Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর