1. [email protected] : News room :
নওগাঁয় ২ হাজার ২শ ২০ হেক্টর জমির আউশ ধান কাটা হয়েছে - লালসবুজের কণ্ঠ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

নওগাঁয় ২ হাজার ২শ ২০ হেক্টর জমির আউশ ধান কাটা হয়েছে

  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় চলতি মাসের মাঝামাঝি থেকে আউশ ধান কাটা শুরু করেছেন জেলার কৃষকরা। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায় গত ২৪ আগস্ট পর্যন্ত জেলার ১১টি উপজেলায় ২ হাজার ২শ ২০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। আউশ ধান কাটা চলবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত।

আউশ ধান কাটার পর কৃষকরা সে জমিতে স্থানীয় জাতের রোপা আমন ধানের চারা রোপণ করবেন। এর মধ্যে কিছু কিছু জমিতে রবি ফসল সরিষা চাষ করবেন বলেও জানিয়েছে কৃষি বিভাগ। চলতি বছর আবাদকৃত জমি থেকে ২ লক্ষ ৪৯ হাজার ৭৫০ মেট্রিকটন ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা।

উল্লেখিত পরিমাণ ধান থেকে চাল পাওয়া যাবে ১ লাক্ষ ৬৬ হাজার ৫শ মেট্রিক টন। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আবু হোসেন জানিয়েছেন, এ বছর জেলায় মোট ৫৫ হাজার ৫শ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে।

কৃষকরা চলতি মৌসুমে ব্রি-ধান ৪৮ জাতের আউশ ধান সবচেয়ে বেশী চাষ করেছেন। চাষকৃত ধানের অন্য জাতগুলো হচ্ছে ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৫৬, ব্রিধান- ৫৬, ব্রিধান ৬৫, ব্রিধান-৮২, ব্রিধান-৮৫, বিনা-১৯, পারিজা, বিআর- ২১ এবং জিরা জাতের ধান রয়েছে। উপজেলাভিত্তিক আউশ ধান চাষের পরিমান হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৩৬৯৫ হেক্টর, রানীনগর উপজেলায় ১১৫০ হেক্টর, আত্রাই উপজেলায় ১৭২০ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৫৬০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ১৩ হাজার ১১০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৬৮৫০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২২৮০ হেক্টর , সাপাহার উপজেলায় ৭৯৫ হেক্টর, মান্দা উপজেলায় ১৪ হাজার ৩১০ হেক্টর, মান্দা উপজেলায় ১৪ হাজার ৩১০ হেক্টর এবং নিয়ামতপুর উপডজেলায় ৯১২০ হেক্টর।

কৃষি বিভাগের দেয়া তথ্যমতে প্রতি হেক্টর জমিতে ৪ দশমিক ৫ মেট্রিক টন হিসেবে জেলায় এ বছর মোট আউশ ধান উৎপাদিত হবে ২ লক্ষ ৪৯ হাজার ৭৫০ মেট্রিক টন। প্রতি বিঘা থেকে ৩ মেট্রিক টন হিসেবে চাল উৎপাদিত হবে ১ লক্ষ ৬৬ হাজার ৫শ মেট্রিক টন।

সজিব/স্মৃতি

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর