নওগাঁ সংবাদদাতা:
নওগাঁর ধামইরহাট উপজেলার দুই যুবককে হত্যার পর তাদের ব্যাটারিচালিত অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- জাকির হোসেন (২২) ও রিমন হোসেন (২০)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের পরানপুর-চকমহাদেবপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে তাদের মরদহে উদ্ধার করে পুলিশ।
নিহত জাকির হোসেন ও রিমন হোসেন জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের বাসিন্দা।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, জাকির ও রিমন ব্যাটারিচালিত অটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি।
স্থানীয়রা সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের পরানপুর-চকমহাদেবপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে দুই যুবকের মরদেহ দেখে থানা পুলিশে খবর দেন। নিহত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে শিয়ালে মরদেহ কামড়িয়ে নষ্ট করেছে।
ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাদের হত্যা করে অটো নিয়ে গেছে। এর পর মরদেহ উপজেলার পাটক্ষেতে ফেলে যায় তারা।
Leave a Reply