1. [email protected] : News room :
নওগাঁয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ন

নওগাঁয় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) এর জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার নওগাঁ জেলা স্টেডিয়ামে নওগাঁ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মাদ রাশিদুল হক, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, নওগাঁ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু,নওগাঁ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বখতিয়ার ইনাম ববিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভ থেকে বালক ১২টি এবং বালিকা ১২টি দল অংশগ্রহন করেন। টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় বালক নওগাঁ সদর উপজেলা দল বনাম নিয়ামতপুর উপজেলা দল এবং বালিকা নওগাঁ সদর উপজেলা দল পতœীতলা উপজেলা দল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করে।

খেলায় নিয়ামতপুর উপজেলা দল ট্রাইব্রেকারে ৩-২ গোলে নওগাঁ সদর উপজেলা দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয় এবং পত্মীতলা উপজেলা দল ১-০ গোলে নওগাঁ সদর উপজেলা দলকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হয়।

11Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর