চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ধর্ষণ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে । মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।
ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল হাকিম, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সাবেক কাউন্সিলর শহিদ হোসেন রানা, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ দুলাল, জেলা তাঁতী লীগের সদস্য সচিব আব্দুর রাকিব, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব জিলহাজ বিশ্বাস, ছাত্রনেতা আনোয়ার হোসেন, শিক্ষার্থী মুহাম্মদ সালেহ আল মাহদী, শিক্ষার্থী রাকিবুল হাসান।
বক্তারা বলেন, সমাজে যৌন নিপীড়ন ও ধর্ষনের পরিমাণ যেভাবে বেড়েছে তাতে অভিভাবকরা উদ্বিগ্ন। বক্তারা ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি করেন।
Leave a Reply