1. [email protected] : News room :
দিনাজপুরে ঘুষের ২০ হাজার টাকাসহ ২ জন আটক - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

দিনাজপুরে ঘুষের ২০ হাজার টাকাসহ ২ জন আটক

  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০১৯

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে সহকারী সেটেলমেন্ট কর্মকর্তাসহ ২ জনকে আটক করেছে। এসময় ঘুষ গ্রহণের ২০ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
বুধবার বিকাল ৫টায় দিনাজপুর শহরের কসবা মিশন রোডে সদর উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ে দুদক এই অভিযান চালায়। আটককৃত ২ জন কর্মকর্তা হলেন সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা স.ম আসাদুজ্জামান ফেরদৌস (৫৫) ও প্রসেস সার্ভেয়ার শহিদুল ইসলাম (৫২)।
দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দিনাজপুর সদরের উপশহর ৫নং ব্লকের জামিল উদ্দীনের ছেলে শাহিন হোসেন দুদকে অভিযান করেন-তার একটি জমির আপীল কেস (যার মামলা নং- ৩৮৩২/১৪) নিস্পত্তি করে দেওয়ার লক্ষ্যে আটক ২ কর্মকর্তা ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। বুধবার বিকেলে ঘুষের ৫০ হাজার কিছু অংশ ২০ হাজার টাকা নিয়ে আসেন শাহিন। সে সময় সমন্বিত দিনাজপুর জেলা দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে দুদকের সদস্যরা অভিযান চালিয়ে নগদ ২০ হাজার টাকাসহ তাদেরকে আটক করা হয়। সেটেলমেন্ট কর্মকর্তার কার্যালয় থেকে বেশ কিছু ব্যাংকের জমা বহি, চেক বই ও কাগজপত্র জব্দ করা হয়েছে বলে তিনি জানান।

14Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর