রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাট উপজেলার বানেশ্বর এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে।
রেলওয়ে পশ্চিমের সিগনাল বিভাগের প্রধান অনিল কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করে জানান, তেলবাহী চলন্ত একটি ট্রেনের ৮টি বগি বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেনটিকে উদ্ধার করতে অন্য আরেকটি রিলিফ ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছাতে অনুমানিক দেড় ঘণ্টা সময় লাগতে পারে। এছাড়া বৈরি আবহাওয়ার কারণে ট্রেনটি উদ্ধার করতে সময় লাগবে বলেও জানান তিনি।
Leave a Reply