ঢাকা মহানগর সংবাদদাতা:
হজের বিমান টিকেটে সরকার নির্ধারিত অর্থের চেয়ে বেশি আদায়ের অভিযোগে রাজধানীর নয়াপল্টনে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়।
পরে তিনি সাংবাদিকদের বলেন, হজযাত্রীদের অভিযোগ- তাদের কাছ থেকে ইচ্ছামতো বিমানের টিকিটের মূল্য রাখা হচ্ছে। এমন অভিযোগে নয়াপল্টনের সিটিহার্ট মার্কেটের কয়েকটি এজেন্সিতে অভিযান চালানো হচ্ছে। সরকার নির্ধারিত টাকার অতিরিক্ত নেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে এরকম অভিযোগ অনেকেই করেছেন।
তিনি আরো বলেন, সরকার হাজিদের কথা মাথায় রেখে এ বছর ১০ হাজার টাকা বিমানভাড়া কমিয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্ত না মেনে এজেন্সিগুলো সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করছে।
Leave a Reply