নিজস্ব প্রতিবেকদ,তানোর:
রাজশাহীর তানোরে ধানকাটতে গিয়ে বজ্রপাতে ইব্রাহিম নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও তিনজন। নিহত ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের পাতান আলীর ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার (২১জুন) বিকেল সাড়ে তিনটার দিকে তানোরের হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তানোর থানার ওসি খাইরুল ইসলাম ঘঠনার সত্যতা নিশ্চিত করে লালসবুজের কণ্ঠকে জানান,
শুক্রবার বিকেলে ইব্রাহিমসহ ৪ জন শ্রমিক মাঠে ধান আনতে যাচ্ছিল। পথে বজ্রপাত হলে ইব্রাহিমের কোমরে থাকা মোবাইল বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং বাকি তিনজন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে তানোর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসি আরও জানান,নিহত ও আহত শ্রমিকদের বাড়ীতে খবর দেয়া হয়েছে। তারা আসলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত শ্রমিকদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
নিহত শ্রমিকের পরিবারের লোকজন আসলে লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাবে।
Leave a Reply