1. [email protected] : News room :
তানজিন তিশার ‘অচেনা প্রেম’ - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:০৪ অপরাহ্ন

তানজিন তিশার ‘অচেনা প্রেম’

  • আপডেটের সময় : রবিবার, ৮ মে, ২০২২

নিউজ ডেস্ক, লালসবুজের কণ্ঠ;


জীবনযুদ্ধে পরাজিত তামান্না। বাবা মারা যাওয়ার পর সংসারের ঘানি নিজেকে টানতে হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট একটি চাকরির আশায় ঘুরলেও মানুষের মতো শকুনের লোলুপ দৃষ্টির কবলে পড়ে। নিজের সম্মান বাঁচানোর জন্য বের হয়ে এসে তামান্না রাস্তায় নামে প্রতারণা ব্যবসায়।

তামান্নার এই প্রতারণা ব্যবসার মাঝে ঘটনাক্রমে পরিচয় হয় সজল নামে এক লেখকের সঙ্গে। সজল যদিও তার পরিচয় দেয়, সে গ্রাম থেকে পালিয়ে ঢাকায় এসেছে।

যার কাছে শহরের প্রায় সবটুকুই অচেনা। বিশ্বাস করে সজলকে অ্যাসিসটেন্ট হিসেবে নিয়োগ দেয় তামান্না। শুরু হয় তাদের প্রতারণা ব্যবসা। এরপর গল্প নতুন মোড় নেয়।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অচেনা প্রেম’। এর চিত্রনাট্য রচনা করেছেন পারভেজ ইমাম। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।

এতে তামান্না চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আর লেখক সজল চরিত্রে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭.৩৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।


লালসবুজের কণ্ঠ/তন্বী

58Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর