মহানগর সংবাদদাতা, ঢাকা: দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নক-ইয়ন তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
শনিবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৬টায় দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।
সন্ধ্যায় ঢাকায় কোরিয়ার কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে এক ডিনারে যোগ দেবেন লি।
রোববার (১৪ জুলাই) সকালে জাতীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কোরিয়ার প্রধানমন্ত্রী তার সরকারি সফর শুরু করবেন।
স্মৃতিসৌধ থেকে তিনি সাভার ইপিজেডের ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার এবং ঢাকার মুগদাপাড়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ পরিদর্শন করবেন।
কোরিয়ার প্রধানমন্ত্রী একই দিন সোয়া ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এফবিসিসিআই এবং কেইটিএ আয়োজিত বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন তিনি।
শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে কোরিয়ার প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সন্ধ্যায় তিনি হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।
সোমবার (১৫ জুলাই) কোরিয়ার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করবেন।
ওই দিন সকাল ১১টায় তাজাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন তাকে বিদায় জানাবেন।
Leave a Reply