1. [email protected] : News room :
ডিএমপির ১১ থানার ওসি বদলি - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

ডিএমপির ১১ থানার ওসি বদলি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
ঢাকা মহানগরে পুলিশের (ডিএমপি) আট থানার ওসিকে বিভিন্ন থানায় ও তিন থানার ওসিকে ডিএমপির গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, হেডকোয়ার্টার্সের এক আদেশে ঢাকার ৮ থানার ওসি পদে বদলি করা হয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জানা গেছে, ভাটারা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবু বকর সিদ্দিককে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কলাবাগান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে মতিঝিল থানার ওসি, খিলক্ষেত থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোস্তাজিরুর রহমানকে মিরপুর মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া শ্যামপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানকে কোতয়ালী থানার ওসি, উত্তরা-পূর্ব থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিতোষ চন্দ্রকে কলাবাগান থানার ওসি, বিমানবন্দর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোক্তারুজ্জামানকে ভাটারা থানার ওসি, সবুজবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজুল আলমকে শ্যামপুর থানার ওসি, বনানী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিনকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে ক্যাসিনো কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগে মতিঝিলসহ তিন থানার ওসিদের ডিবিতে বদলি করা হয়েছে। মতিঝিলের ওসি ওমর ফারুককে ডিএমপির গোয়েন্দা বিভাগের উত্তর বিভাগে, মিরপুর মডেল থানার ওসি দাদন ফকিরকে ডিবির দক্ষিণ বিভাগে এবং কোতোয়ালি থানার ওসি সাহিদুর রহমানকে গোয়েন্দা পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।

67Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর