ঢাকা সংবাদদাতা:
রাজধানীতে চামড়া শিল্পের (ট্যানারি) বর্জ্য দিয়ে পোল্ট্রির (হাঁস-মুরগি) খাবার তৈরি করার অভিযোগে অভিযান পরিচালনা করছে র্যাব।
মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর হাজারীবাগে রাত ১০টা থেকে শুরু হয় এ অভিযান। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বার্তা২৪.কমকে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ থাকার পরও বন্ধ হচ্ছে না ট্যানারির বর্জ্য দিয়ে পোলট্রির খাবার তৈরির কাজ। তাই রাত ১০টা থেকে আমরা রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান এখনো চলমান রয়েছে।’
তিনি বলেন, ‘অভিযানে এখন পর্যন্ত চারটি কারখানায় প্রায় তিন হাজার টনের অধিক পোল্ট্রির খাবারের সন্ধান পাওয়া গেছে। এখন পর্যন্ত এ অপরাধে জড়িত ১০ জনকে ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। আমাদের অভিযান সারা রাত ধরে চলবে। এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’
Leave a Reply