1. [email protected] : News room :
টানা ৮ দিন বন্ধ থাকছে সোনামসজিদ স্থলবন্দর - লালসবুজের কণ্ঠ
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

টানা ৮ দিন বন্ধ থাকছে সোনামসজিদ স্থলবন্দর

  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০১৯

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে টানা আট দিনের ছুটি ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। ছুটি উপলক্ষে আজ শনিবার ১ জুন থেকে আগামী ৮ জুন পর্যন্ত বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৯ জুন থেকে আবার শুরু হবে দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্য। সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার বিল্লাল হোসেন জানান, ‘বাণিজ্যিক কার্যক্রম ছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্দরে ইমিগ্রেশন ও যাত্রী পারাপার কার্যক্রমও যথারীতি চলবে। সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক গ্রুপ এক চিঠির মাধ্যমে ভারতের মোহদিপুর কাস্টমস কর্তৃপক্ষকে ছুটির এ ঘোষণা নিশ্চিত করেছে।’ সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মেশবাহুল হক বন্দরে ছুটি উপলক্ষে আমদানি-রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ বিষয়ে চিঠি দিয়ে ভারতের মোহদিপুর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। আগামী ৯ জুন রবিবার সকাল থেকে এ বন্দরে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।’

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর