1. [email protected] : News room :
টাইফয়েডে পা হারালেও নিজ গ্রামকে করেছেন নিরক্ষরমুক্ত - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন

টাইফয়েডে পা হারালেও নিজ গ্রামকে করেছেন নিরক্ষরমুক্ত

  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুন, ২০১৯

বগুড়া সংবাদদাতা:

মাত্র দুই বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে পায়ের শক্তি হারিয়ে ফেলে আবুজার। তখন ছেলের ভবিষ্যত নিয়ে শঙ্কায় পড়েন, মা-বাবা। তবে, সেই ছেলে সবাইকে অবাক করে দিয়ে বিএ পাসের পর সরকারি স্কুলে শিক্ষকতা করছেন। সাথে চেষ্টা করছেন নিজের মত অন্যকে আলোর পথে নিয়ে যাওয়ার।

বগুড়ার কাহালু উপজেলার থলপাড়া গ্রামের আবুজার। দুই পায়ে জোর হারালেও মনের জোর হারাননি কখনো। অসহায়ত্বকে জয় করে নিজে বিএ পাশ করেছেন। এখন কর্মরত আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকাকরী শিক্ষক হিসেবে। সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অন্যকেও আলোর পথ দেখানোর।

দুই হাতে ভর দিয়ে গ্রামরে একপ্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটেন আবুজার। গত ১০ বছরের চেষ্টায় পুরো গ্রামকেও করেছেন নিরক্ষরমুক্ত।

২০১০ সালে থেকে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়জিত হুয়ার পর হুইল চেয়ারে বসেই শুরু হয় জীবনযুদ্ধ।

গ্রামরে মানুষদের মাঝে পাঠোভ্যাস গড়ে তোলার জন্য সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন আবুজার। পাশপাশি স্বপ্ন দেখেন আমৃত্যু জনসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত থাকার।

21Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর