লালসবুজের কণ্ঠ ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপের ৪০তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই জায়ান্ট বাংলাদেশ-ভারত। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা মরার ম্যাচ। জিতলে টিকে থাকবে শেষ চারের স্বপ্ন আর হেরে গেলে ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। সমীকরণ বলছে ভারতের জন্যও ম্যাচটা বেশ কঠিন। কারণ ভারতের এখনো নিশ্চিত হয়নি সেমিফাইনাল। টিম ইন্ডিয়া যদি তাদের পরবর্তী দুই ম্যাচ হেরে যায় তাহলে বাদ পড়বে দুইবারের চ্যাম্পিয়নরাও।
তাইতো গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে শক্তিশালী একাদশ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে ভারত। ইনজুরির কারণে আগে থেকেই দল থেকে ছিটকে পড়ে শিখর ধাওয়ান। একই কারণে বিশ্বকাপ শেষে পেস অলরাউন্ডার বিজয় শঙ্করেরও। তাই একাদশে আসবে পরিবর্তন। চলুন দেখে নিই ভারতের সম্ভাব্য একাদশ।
ভারতের সম্ভাব্য একাদশ:
১) লোকেশ রাহুল,
২) রোহিত শর্মা,
৩) বিরাট কোহলি (অধিনায়ক),
৪) রিশাভ পান্ত,
৫) মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক)
৬) হার্দিক পান্ডিয়া,
৭) কূলদ্বীপ যাদব,
৮) রবীন্দ্র জাদেজা/ যুবেন্দ্র চাহাল,
৯) ভুবনেশ্বর কুমার,
১০) মোহাম্মদ শামি ও
১১) জসপ্রিত বুমরাহ।
Leave a Reply