চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরঁ ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টায় ঝিলিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আমনুরা কে এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ঝিলিম ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক মোঃ শরীফুল আলম, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
শেষে বঙ্গবন্ধু ও তার সহধর্মীনিসহ পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
কামাল/এআর
Leave a Reply