1. [email protected] : News room :
জরিমানা না করে দোকানের সব আম কিনে বিলিয়ে দিলেন ইউএনও - লালসবুজের কণ্ঠ
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

জরিমানা না করে দোকানের সব আম কিনে বিলিয়ে দিলেন ইউএনও

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক লালসবুজের কণ্ঠ


করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক আম বিক্রেতাকে জরিমানা না করে দোকানের সব আম কিনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা। মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর বাজারে এ ঘটনা ঘটে।

এই আমের বিক্রেতার নাম আলাল উদ্দিন। তিনি উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আজাহার আলীর ছেলে। মৌসুমি ফল ব্যবসার আয় দিয়েই তাঁর সংসার চলে।

জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাজার মনিটরিংয়ে আসেন তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। তিনি দেখেন, দোকান বন্ধের নির্ধারিত সময় পার হলেও আজিজনগর বাজারে আলাল উদ্দিন নামের এক মধ্যবয়সী ব্যক্তি আম বিক্রি করছেন। সোহাগ চন্দ্র সাহা ওই দোকানদারের কাছে সরকারি নির্দেশ অমান্য করে দোকার খোলা রাখার কারণ জানতে চাইলে আলাল উদ্দিন বলেন, লকডাউনে ক্রেতা কম থাকায় দোকানের অধিকাংশ আম বিক্রি হয়নি। এরই মধ্যে অধিকাংশ আম পচে গেছে। তাই নিরুপায় হয়ে প্রায় ক্রেতাশূন্য বাজারেও দোকান খোলা রেখেছেন। তাঁর কথা শুনে ইউএনও তাঁকে দণ্ড দেওয়ার পরিবর্তে দোকানের সব আম (৩৪ কেজি) বাজার দরে কিনে নেন। পরে এগুলো আশ্রয়ণ প্রকল্পে বসবাস করার গরিব মানুষের মাঝে বিতরণ করেন।

এই প্রসঙ্গে আলাল উদ্দিন বলেন, সন্ধ্যায় ইউএনও স্যার দোকানে আসলে আমি আমার সমস্যার কথা স্যারকে বলি। তিনি আমার দোকানের সকল আম কিনে নেন এবং জরিমানা না করে সচেতন করেন। স্যারকে ধন্যবাদ জানাই।

জানতে চাইলে ইউএনও বলেন, আমি সন্ধ্যা ৭টায় আজিজনগর বাজারে মনিটরিংয়ে গিয়ে দেখি আলাল উদ্দিন নামের ওই বিক্রেতাকে অন্ধকারে আম নিয়ে বসে থাকতে দেখি। সন্ধ্যায় দোকান খোলা রাখার কারণ জানতে চাইলে সে জানায়, আম পচে যাচ্ছে তাই বিক্রির অপেক্ষায় বসে আছেন। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে জরিমানা না করে আম কিনে গরিব মানুষদের মাঝে বিতরণের ব্যবস্থা করি এবং তাকে সতর্ক করার পাশাপাশি খাদ্যসামগ্রী প্রদান হয়।


ডেস্ক/লালসবুজের কণ্ঠ/এইচবিএ

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর