1. [email protected] : News room :
জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই - লালসবুজের কণ্ঠ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
ফাইল ছবি

নিউজ ডেস্ক লালসবুজের কণ্ঠ:


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় এলোপাতাড়ি চাকুর কোপে আরও ৪ জন আহত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, বালাগঞ্জের শান্তি চৌধুরী কয়েক বছর পূর্বে উপজেলার সুনামপুর গ্রামের রাজু দাশের নিকট তুলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ৩০ শতক জমি বিক্রয় করেন। জমি ক্রয়ের সময় তুলাপুর গ্রামের বিরু দাশ গংরা রাজু দাশকে উক্ত জমি ক্রয়ে আপত্তি জানান। কিন্তু রাজু দাশ বিরু দাশের আপত্তি অপেক্ষা করে জমি ক্রয় করার পর দখল নিতে আসলে বিরু দাশ গংরা উক্ত জমির দখলে বাধা দেন।

এ নিয়ে গত কয়েক বছর ধরে উভয় পক্ষের মধ্যে স্থানীয়ভাবে বিচার-সালিস হলেও বিষয়টি অমিমাংসিত রয়ে যায়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জমি বিক্রেতা বালাগঞ্জের শান্তি চৌধুরীসহ তুলাপুর গ্রামের ইসলাহ উদ্দিন (মুহুরী), রঙ্গেশ দাশ, খছরু মিয়া, রাজু দাশ গংদের জমির দখল বুঝিয়ে দিতে ডেকে আনেন। মাপ-ঝোক দিয়ে রাজু দাশকে ৩০ শতক জমি বুঝিয়ে দিতে লাগলে ধিরু দাশ তাতে আপত্তি জানায়।

ধিরু দাশের আপত্তি অপেক্ষা করে রাজু দাশ গংরা জমিতে গাছের চারা রোপণ শুরু করলে ধিরু দাশ স্থানীয় ইউপি সদস্য লুৎফুর মিয়াকে ডেকে আনেন। ইউপি সদস্য লুৎফুর মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজু দাশকে বাধা-নিষেধ করলেও রাজু গংরা গাছের চারা রোপণ অব্যাহত রাখে।

খবর পেয়ে লুৎফুর মেম্বারের ভাই-ভাতিজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজু দাশকে বাধা দিলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় রাজু দাশ গংদের এলোপাতাড়ি চাকুর কোপে লুৎফুর মেম্বারের ভাতিজা হেলাল উদ্দিন (৪০), কাজলসহ (৩২) ৬ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত হেলাল ও কাজলকে মৃত ঘোষণা করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভুষণ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২ জনের মৃত্যুর খবর শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 


লালসবুজের কণ্ঠ/এস এস

1Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর