লালসবুজের কন্ঠ,নিউজ ডেস্ক
টিভি নাটকের ক্যামেরার সামনে দাঁড়াল অভিনেতা চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ। অভিনয়ে তাঁর এই আকস্মিক সূচনায় আপ্লুত চঞ্চল। ছেলের জন্য তিনি আশীর্বাদ চেয়েছেন সবার কাছে। দেশের জনপ্রিয় অভিনেতার ছেলেকে টিভি নাটকে স্বাগত জানিয়েছেন নির্মাতা ও চঞ্চলের ভক্তরা।
বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‘সুশীল ফ্যামেলি’ নাটকে দেখা যাবে শুদ্ধকে। সেখানে আরও অভিনয় করেছেন বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। এ নিয়ে চঞ্চল ফেসবুকে লিখেছেন, ‘শুদ্ধর জাস্ট প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পুবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সঙ্গে ওর মাও ছিল। আনপ্ল্যান্ড, ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো–আর্টিস্ট দিব্য সৌম্য।’
শুদ্ধর বয়স ১২, পড়ে ষষ্ঠ শ্রেণিতে। অভিনয়ে তাঁর আগ্রহ রয়েছে। ছেলের অভিনয় প্রসঙ্গে চঞ্চল লিখেছেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে, তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এ রকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো, এই আর কি। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মতো ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে, তখন হয়তো এই ছবিগুলো একদিন ইতিহাস হয়ে যাবে। শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশি।’
সম্প্রতি চরকিতে প্রচারিত নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘ষ’-এর দ্বিতীয় পর্ব ‘মিষ্টি কিছু’তে চঞ্চলের অভিনয় ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে চঞ্চলকে। এ ছাড়া গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’ সিনেমায় দেখা যাবে তাঁকে। ছেলে শুদ্ধকে নিয়ে চঞ্চলদের ‘সুশীল ফ্যামেলি’ নাটকটি ঈদে দেখা যাবে গাজী টিভিতে।
নিউজ ডেস্ক/স্মৃতি
Leave a Reply