1. [email protected] : News room :
ছাত্রলীগ নেতাকে না জানিয়ে হলে ওঠায় রাবি শিক্ষার্থীকে মারধর - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

ছাত্রলীগ নেতাকে না জানিয়ে হলে ওঠায় রাবি শিক্ষার্থীকে মারধর

  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

সানজানা শ্রুতি, রাবি প্রতিনিধি :
ছাত্রলীগ নেতাকে না জানিয়ে হলে ওঠায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আমীর আলী হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী সাজেদুল করিম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, অভিযুক্তরা হলে শাখা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হাসান মো. তারেক, ছাত্রলীগকর্মী আল-আমিন এবং হৃদয় সাহা।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আমীর আলী হলের ৩২৯ নম্বর রুমে তার বন্ধু আলী মুরশেদ সজীবের সঙ্গে থাকি। হল প্রাধ্যক্ষ বিষয়টি জানেন। শুক্রবার সন্ধ্যায় মেস থেকে হলে আসবাপত্র নিয়ে আসলে ছাত্রলীগ নেতা তারেক জানতে পারেন। তারেক আমার কাছে কার মাধ্যমে হলে উঠেছি জানতে চায় এবং রাতে রুমে এসে দেখা করতে বলে। কিন্তু দেখা না করায় শনিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগ কর্মী আল-আমিনের মাধ্যমে আমাকে ডেকে নেয়। তারেকের রুমে যাওয়ার পর কেন হলে উঠেছে জিজ্ঞাস করেই অভিযুক্তরা আমাকে মারধর করে।

সাজেদুল করিম বলেন, আমার মোবাইলের রেকর্ডিং চালু ছিল। বিষয়টি বুঝতে পেরে তারা আমার মোবাইল ফোন কেড়ে নেন। আমার ফোনের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল ডিলিট করে দেয়। তাকে জোরপূর্বক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের আনন্দ মিছিলে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন সাজেদুল।

ফোন রেকর্ডিং আগে থেকেই চালুর করার কারণ জানতে চাইলে সাজেদুল বলেন, আমার মনে হয়েছিল আমাকে ডেকে মারধর কিংবা চাঁদা দাবি করবে। তাই আমি ফোন রেকর্ডিং চালু করে রেখেছিলাম।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে হাসান মো. তারেক বলেন, সাজেদুল এই হলের অনাবাসিক শিক্ষার্থী। সে হল প্রভোস্টকে না জানিয়ে হলে থাকছে। বিষয়টি জানতে পেরে তাকে ঢেকে নিয়ে জানতে চেয়েছি কার মাধ্যমে হলে উঠেছে। এসময় সাজেদুল আচরণ সন্দেহজনক হওয়ায় তার ফোনটি দিতে বলি। ফোন দিলে দেখি মোবাইল ফোনের রেকর্ডিং চালু। তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, সাজেদুলকে হলে সিট দিতে তার বিভাগে একজন শিক্ষক আমাকে অনুরোধ করেছিল। এরপর সাজেদুল আমার সঙ্গে দেখা করতে আসলে আমি তাকে লিখিত আবেদন করতে বলেছি। সিট খালি হলে তাকে ব্যবস্থা করে দিবো বলি।

182Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর