সবনাজ মোস্তারী স্মৃতি
এই শহরে আমাদের একদিন দেখা হোক।
চায়ের দোকানে,
গলির মোড়ে,
বাসস্টপে,
স্টেশনে,
অথবা চিরচেনা সেই ক্যাম্পাসে।
তবু আমাদের একটাবার দেখা হোক
চোখাচোখি হোক দুজনের;
তবে আমাদের কোনো কথা হবে না,
আমি বলব না।
সেদিন যদি তুমিও জানতে চাও আমি কেমন আছি?
কি করছি?
কোথায় আছি?
আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিবো না;
আমিও কোনো প্রশ্ন করবো না;
আর কখনো বলব না
একদিন তুমি আর আমি তাজিংডং গিয়ে চিৎকার করে আমাদের ভালোবাসাবাসির গল্প করে আসবো।
জানতে চাইবো না তোমার শরীর ঠিক আছে তো?
ঠিক মত ঔষধ খাও?
জানতে চাইবো না।
আমাদের জানা হবে না কিছুই,
বলার জন্য হাজারটা কথা জমা থাকলেও বলবো না কিছু।
তবু চাই আমাদের একটাবার দেখা হোক;
ভুল করে হলেও একবার দেখা হোক,
চোখাচোখি হোক দুজনের।
Leave a Reply