1. [email protected] : News room :
চুয়াডাঙ্গার কৃষকদের ধান চাষে অনিহা - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার কৃষকদের ধান চাষে অনিহা

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০১৯

চুয়াডাঙ্গা সংবাদদাতা: ধানের দাম কম হওয়ায় চুয়াডাঙ্গা জেলার মানুষ ধান চাষে অনিহা প্রকাশ করছে- চুয়াডাঙ্গার কৃষকদের গোলাভরা ধান কিন্তু দাম নাই ধানের, সরকার কৃষকদের জন্য ১০৪০ টাকা ধান কেনার কথা বললেও সব কৃষক এই সুযোগ পাচ্ছে না, চুয়াডাঙ্গা সদর আলমডাংগা ও জিবননগর ও দামুরহুদা উপজেলায় খোজ নিয়ে জানা যাই প্রত্যক ওয়ার্ড থেকে ৪থেকে ৫ জনকে লটারির মাধ্যমে বাছাই করে তাদের ধান ১০৪০ টাকা করে নেওয়া হচ্ছে এতে প্রায় সব কৃষক বজ্ঞিত হচ্ছে,অনেকটা থুথু দিয়ে ছাতু ভিজানোর মতন।

চুয়াডাঙ্গা জেলার কৃষক রহমত উল্লাহ বলেন আমার গত বছর আমার ধান ছিল ১০ বিঘা এবার আবাদ করবো ৩ বিঘা, আর বাকি ৭ বিঘা ভুট্টা ও সবজী করবো।

আলমডাংগার আনিসুল হকের সাথে কথা বললে তিনি বলেন গত বছর ধান করেছিলাম ৮ বিঘা এবার আবাদ করবো ২ বিঘা, তিনি বলেন আমার গোলাভরা ধান কিন্তু ধানের ফলন বেশি হলেও দাম না থাকার কারনে লোকসান গুনতে হচ্ছে, লস থেকে বাচার আসায় ধানের দাম বারলেই বিক্রি করবো।

এদিকে রাষ্ট্রিয় প্রতিষ্টান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) তে খোজ নিয়ে জানা যায় আমন মৌসুমে ধান সব অবিক্রিয়, বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের বিজের ডিডি আশরাফুল আলম বলেন গতবছরের তুলনাই এ বছরে ধান কিছুই বিক্রয় হয়নি কৃষকরা লসের কারনে ধানের আবাদ করতে অনিহা।

এ ব্যাপারে বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের ডিডি একেএম কামরুজ্জামান শাহিন বলেন চলতি অমন মৌসুমে ধান প্রায় সবই অবিক্রিয়- কৃষকরা ধানের আবাদ করতে অনিহা প্রকাশ করছে বিধায় বিএডিসি বিজ ডিলাররা বিজ উত্তোলন করছে না। এতে বিএডিসির ব্যপক লস হচ্ছে তিনি আরোও বলেন ধানের দাম বেশি হলে হয়ত কৃষকেরা ধানের আবাদ করতো।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলার বিশিষ্ট বিজ ব্যবসায়ী আবু জাফরের সাথে কথা বললে তিনি বলেন গত বছরের তুলনাই এবছরে বিজ কিছুই বিক্রি হয়নি তার গোদামে দেখা যায় শত শত বস্তা ধান পরে রয়েছে, এতে হতাশ বিজ ব্যবসায়ী – শুধু জাফর সীড নাই চুয়াডাঙ্গা জেলার সব বীজ ব্যবসায়ী হতাশার ভিতরে রয়েছে।

ওদিকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ধানের বাজারে খোজ নিয়ে জানা জায় ধানের দাম চিকন বাদে- ৫৫০ থেকে ৫৮০ টাকা প্রযন্ত ধান বিক্রয় চলছে। আর সুগন্ধি জাত ধানগুলো ৮০০ থেকে ১০০০ টাকা প্রযন্ত বিক্রয় চলছে।

ধানের আবাদ কমের বিষয়ে কৃষি সম্পসারণ অফিসার আলী হাসান বলেন- কৃষকদের লসের কারনে কৃষকরা ধান চাষে আগ্রহ করছে না। চুয়াডাঙ্গা জেলায় কৃষকদের লোকসানের কারনে হেক্টর হেক্টর জমি পরে রয়েছে।

52Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর