নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বেসরকারী সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার বার্ষিক সাধারন সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবল্লাহ সিপনের সভাপতিত্বে আয়োজিত বার্ষিক সাধারন সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের কেন্দ্রীয় এসডিজি পরিচালক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস। জেলা শাখার সাধারন সম্পাদক শামিম রেজা মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সাধারন সম্পাদক ডাঃ নাহিদ ইসলাম মুন। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখার সদস্য সাংবাদিক জারিফ হোসেন, জমসেদ আলী, টুটুল রবিউলসহ আরও অনেকে। অনুষ্ঠাবে স্বাগত বক্তব্য রাখেন, সভাপতি হাবিবুল্লাহ সিপন। এসডিজি লক্ষ্য অর্জনে দেশ ও জনগণের উন্নয়নে ভুমিকা রাখার প্রত্যায় ব্যক্ত করে ইফতারের মধ্য দিয়ে বার্ষিক সাধারন সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ সিপন।
Leave a Reply