চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
শনিবার রাতে ৫৯ বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
৫৯ বিজিবি প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজমতপুর বিওপির টহল দল রাত প্রায় পৌনে ১১টার দিকে হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮১ হতে আনুমানিক ২০ গজ পূর্ব দিকে রিফুজিপাড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান করতে থাকে।
এ সময় ভারতের দিক হতে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে, টহল দল বস্তা তল্লাশী করে ২’শ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
Leave a Reply