নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৬’শ পিস ইয়াবা উদ্ধার করে। বুধবার সকালে ৫৩ বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।
৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ সরোয়ার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহেদপুর বিওপি’র একটি টহল দল বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দশরশিয়া এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে করে পরিত্যক্ত অবস্থায় নেশা জাতীয় ৯ হাজার ৬’শ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ২৮ লক্ষ ৮০ হাজার টাকা।
Leave a Reply