নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের বাখেরআলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
নিহতরা হলো, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের রোডপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে বাক্কার ও শিবগঞ্জ উপজেলার মুক্তার আলীর ছেলে সেলিম।
স্থানীয়রা জানান,‘ রোববার রাতে বাখের আলী সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৬/৫ এস দিয়ে ৪০ থেকে ৫০ জন বাংলাদেশি রাখাল পদ্মা নদী পার হয়ে বাহুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। রাত আনুমানিক পৌণে দুটার দিকে গরু নিয়ে ফেরার পথে বাহুড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সেলিম ও বাক্কার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের সহযোগিরা সেলিমের মরদেহ বাংলাদেশে নিয়ে আসলেও; বাক্কারের মরদেহ উদ্ধার করে বিএসএফ নিজেদের হেফাজতে নেয়।’
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান,‘সীমান্তে কয়েকজন রাখাল হতাহতের খবর তারা পেয়েছেন। কিন্তু নির্দিষ্ট করে কতজন নিহত হয়েছে তার কোন সঠিত তথ্য আমরা এখনো জানতে পারিনি। তবে হতাহতের বিষয়ে বিজিবি তদন্ত শুরু করেছে। বিস্তারিত তদন্ত শেষে জানাতে পারবেন বলে তিনি জানান।
Leave a Reply