নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে হেরোইন,ফেনসিডিল ও ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার পিএসসি জানান,
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পোলাডাংগা বিওপির একটি চৌকস টহলদল হাবিলদার মোঃ হামিদুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৪১/৯-এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলাতলী ইউনিয়নের কোদাল কাঠি মাঠ নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৬০০ গ্রাম হেরোইন ও ৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ন লাখ টাকা ।
অপর দিকে আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর বিওপির একটি টহলদল হাবিলদার মোঃ নূর হোসেন এর নেতৃত্বে সীমান্ত পিলার ৩১/৫ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহজাহানপুর ইউনিয়নের রাবন পাড়া বরই বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ২০ বোতল জেডি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩০হাজার টাকা।
Leave a Reply