নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর সীমান্ত হতে ৫৩ টি তাজা ককটেল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ রোববার (৯জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে একটি বাড়ী হতে ককটেলগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক সাজ্জাদ সরোয়ার রাত পৌনে ৯টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জহুরপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৬/৩- এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে অবস্থিত নারায়ণপুর ইউনিয়নের মৃত এন্তাজ আলীর ছেলে মো. জহিরুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে ৫৩ টি ককটেল উদ্ধার করে।
তিনি আরও বলেন অভিযানের সময় বাড়ীতে কেও ছিলনা। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
Leave a Reply