চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার। মনোনয়নের দাখিলের শেষ দিনে দুপুর দেড়টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল আলম, সাবেক সংসদ সদস্য মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলেসুর রহমান,
শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, পৌর আ.লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ রোকনউজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।
পরে প্রার্থী মোঃ রুহুল আমিন সাংবাদিকদের বলেন, এবার তিনি বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান পদ উপহার দিতে চান এবং জেলা পরিষদকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
এদিকে, শেষ দিনে সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১৯-২১ সেপ্টেম্বর। ২২-২৪ সেপ্টেম্বরের মধ্যে আপিল নিষ্পত্তি এবং ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।
জেলার ৫ উপজেলা, ৪ পৌরসভা ও ৪৫ ইউনিয়নের ৬৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
কামাল/এআর
Leave a Reply