চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১৪ দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচার ও গণসংযোগে করণীয় বিষয়ে মতবিনিময় সভা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি মু. জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি মোঃ হুমায়ন রেজা, মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল আলম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মিজানুর রহমান, ১৪ দলীয় জোটের শরিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, বাংলাদেশ জাসদের জেলা সভাপতি এ্যাড. আবু বাক্কার, ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক ওমর ফারুক, গণ আজাদী লীগের জেলা সাধারণ সম্পাদক শারিফুল্লাহ, নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. মোঃ নজরুল ইসলাম ।
বক্তারা ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে সকল ভেদাভেদ ভূলে মুক্তিযোদ্ধার স্বপক্ষের শক্তি এক হয়ে জোটের নেতাকর্মীদের নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।
Leave a Reply