1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে ৬ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৬ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

  • আপডেটের সময় : শনিবার, ২০ জুলাই, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ৪ জেলেকে জরিমানা করা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, শনিবার সকাল ৯ টা থেকে দুুপুর ২ টা পর্যন্ত সদর উপজেলার সুলতানগঞ্জ ঘাট থেকে দেবিনগর ইউনিয়নের তরপাঘাট পর্যন্ত মহানন্দা নদীতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে একটি দল নিষিদ্ধ কারেন্ট জাল ধরার জন্য অভিযান চালায়। এ সময় ৪ হাজার মিটার কাঁপা জাল ও ১২ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। এছাড়া, নিষিদ্ধ কারেন্ট ও কাঁপা জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে, ভ্রাম্যমান আদালত ১৬ হাজার মিটার জাল জব্দ করে সুলতানগঞ্জঘাটে নিয়ে এসে তা জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

3Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর