চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক স্থানে গোয়েন্দা পুলিশ ও র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ২ হাজার ৫’শ ৭ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাকা গ্রামের মোঃ ছবুরের ছেলে মোঃ বাবু (২৫) , সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা ইউনিয়নের মৃত মনসুর রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩০) ও একই উপজেলার নারায়নপুর ইউনিয়নের উত্তর ট্যাগ জহুরপুর বেলপাড়ার মৃত আব্দুল হকের ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪৮)।
জেলা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার সন্ধ্যা প্রায় সোয়া ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সোনারপাড়া ফেরিঘাটে অভিযান চালিয়ে বাবু ও রবিউলকে ৫’শ পিস ইয়াবাসহ তাদের আটক করে।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সুত্রে জানা গেছে, র্যাবের একটি দল দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৭ পিস ইয়াবাসহ শফিকুলকে আটক করে।
Leave a Reply