1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ ৩ জন আটক - লালসবুজের কণ্ঠ
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ ৩ জন আটক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ ৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫ সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটে এ অভিযান চালায়।
আটককৃতরা হল- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত মহবুল আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (২৪), ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়ণপুর পোড়াগা গ্রামের মো. আমজাদ আলী মোড়লের ছেলে মোঃ মহফুল (৪০) ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জয়নগর মিরপাড়া মহল্লার আবদুল হামিদের ছেলে মো. ওমর ফারুক (২২)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫এর কার্যালয় হতে সন্ধ্যায় গনমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মহল্লার দুরুল ইসলামের অটোবাইক ওয়ার্কশপ দোকানের সামনে ৩ ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ ৮০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে।

272Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর