1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন - লালসবুজের কণ্ঠ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

  • আপডেটের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি;


চাঁপাইনবাবগঞ্জে হরিজন ঐক্য পরিষদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শ্রী রাজেন হরিজনের সভাপতিত্বে বক্তব্য দেন, শ্রী রুবেল, শ্রী উত্তম, শ্রী সেন্টু কুমার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, যে দীর্ঘদিন যাবত হরিজনরা দেশের মৌলিক চাহিদা হতে বঞ্চিত।

তারা নামে মাত্রমজুরীতে চাকুরী করছে নানান প্রতিষ্ঠানে। এতে করে তারা তাদের নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে।

অতি সম্প্রতি আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রদান করা হচ্ছে মূলধারার হরিজন ও পরিচ্ছন্নতা কর্মীদের বাদ দিয়ে।

এছাড়া স্থায়ী আবাসন সুবিধা না থাকায় এক সাথে গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে হরিজনদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচনী ইশতেহারে বত্যয় ঘটিয়ে সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।

মানববন্ধন থেকে হরিজনদের চাকুরী, আবাসন, স্কুল কলেজে হরিজনদের সন্তানদের ভর্তি কোটা, সকাল প্রকার বৈষম্য বন্ধে সংসদে বৈষম্য নিরোধ আইন পাস, হরিজন কল্যাণ ট্রাস্ট্র গঠনসহ ৭ দফা মেনে নেয়ার দাবি জানান বক্তারা। পরে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


কামাল/তন্বী

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর