চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার নয়াগোলা এলাকায় ট্রাকের ধাক্কায় মন্টু আলী(৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মন্টু আলী সদর উপজেলার সাতনইল দক্ষীনপাড়া এলাকার মৃত সওদাগর মন্ডলের ছেলে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (অপারেশান) ইদ্রিশ আলী জানান, সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার নয়াগোলা এলাকায় আমনুরার দিক থেকে আসা একটি ট্রাক বাইসাইকেল আরোহী মন্টু আলীকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা রায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতলে পাঠিয়েছে। পুলিশ ট্রকটি আটক করলেও এর চালক পলাতক।
Leave a Reply