চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধন সুদৃঢ় করে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করার আহ্বান জানিয়েছেন সমাবেশের বক্তারা।
সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।
জেলা প্রশাসক এক এম গালিভ খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ অতোয়ার রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মুখতার আলী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামী, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভ্পাতি বিথিকা বাড়ৈ প্রমূখ।
বক্তারা বলেন, কুচক্রি মহল তৎপর রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার। কোন গুজবে কান দিতে হবে না। বঙ্গবন্ধুুর স্বপ্ন ছিল সম্প্রীতির সোনার বাংলা গড়ার। তাঁর সেই লালিত স্বপ্ন পূরণে দেশের সাধারণ মানুষ মোটেও সাম্প্রদায়িক নয়। প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের দেশ সম্প্রীতির দেশ।
বক্তারা আরও বলেন, সম্প্রীতি হলো মানুষ মানুষের প্রতি ভালাবাসা। বিশেষ কোনো মহল বা ব্যক্তি কোনো ধরনের উসকানি দিয়ে যাতে মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করে ফায়দা লোটার সুযোগ না পায়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
কামাল/এআর
Leave a Reply