1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগ ঃ আটক ১ - লালসবুজের কণ্ঠ
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগ ঃ আটক ১

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদনঃ
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া নীলকূঠি মাঠ এলাকার একটি আমবাগানে আট বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১জুন)রাত প্রায় আটটার দিকে এ ঘটনা ঘটে।
আটক ধর্ষণ চেষ্টাকারী সদর উপজেলার নীমতলা ফকিরপাড়া মহল্লার মৃত.আব্দুল গফুরের ছেলে সেলিম রেজা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান,স্থানীয় ও স্বজনদের অভিযোগ, সোমবার রাত ৮টার দিকে শিশুটি বাড়ীর পাশের নীলকূঠি মাঠের একটি বাগানে আম কুড়াতে যায়। এ সময় রাতের আঁধারে শিশুটিকে ওই আমবাগানে ধর্ষনের চেষ্টা চালায় সেলিম। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সেলিমকে ধরে ফেলে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে সেলিমকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।’

ওসি আরও জানায়,শিশুটিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে ।এ ঘটনায় পরিবারের পক্ষ হতে সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

0Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর