1. [email protected] : News room :
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসব ও নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃংখলা বিষয়ক সভা - লালসবুজের কণ্ঠ
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসব ও নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃংখলা বিষয়ক সভা

  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ আইনশৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কনক রঞ্জন দাস, সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, ২২ পুতুল পূজা মন্ডপের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল প্রমুখ।
সভায়, শারদীয় দুর্গোৎসব চলাকালিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রতিটি মন্ডপে আনসার ভিডিপির সার্বক্ষণিক অবস্থান, নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠনসহ মেটাল ডিটেক্টর মেশিনের ব্যবস্থা , পুলিশ, র‌্যাব ও বিজিবি সার্বক্ষণিক টহল, কন্ট্রোল রুম খোলাসহ পূজা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় । উল্লেখ্য, জেলার ৫টি উপজেলায় এবার ১৩৬ টি পূজা মন্ডপে প্রতিমা শোভা পাবে।
অপরদিকে, এর আগে আসন্ন সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে অনুরুপ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইকবাল হোছাইন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, চেয়ারম্যান প্রার্থী মোঃ জিয়াউর রহমান তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শরিফা খাতুন বেবী।
এসময় জেলা প্রশাসক প্রতিটি প্রার্থীকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

101Shares

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর