চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ মিনার আংশিক ভাংচুরের ঘটনায় সদর মডেল থানা পুলিশ ৪জনকে গ্রেফতার করেছে। আজ সোমবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিরপুর মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে তারেক রহমান (৩১), মৃত জহরুলের ছেলে নয়ন (১৯), শাহাবুদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম (২০) ও মো. বাবলুর ছেলে নূর মোহাম্মদ (১৮)। এঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মেহেরুন নেসা বাদি হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে প্রকাশ, বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোশারোফ হোসেনের সাথে এম এম হক আইডিয়াল স্কুলের শিক্ষক মো. পান্নার বিরোধ থাকায় পান্নার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়।
সদর মডেল থানার ওসি এ. কে. এম আলমগীর জাহান জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্থ শহীদ মিনারটি জেলা প্রশাসন আজ সোমবার সংস্কার করেছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে ২ লাখ টাকা ব্যয়ে বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধিন শহীদ মিনারের স্তম্ভের পিছনে লালখচিত অংশের টাইলস ভাঙ্গাসহ মিনারের পাদদেশে বিভিন্ন অংশের টাইলস ভেঙ্গে ফেলে।
কামাল/স্মৃতি
Leave a Reply